০২ সান্তা ফে জেল
একজন প্রতিভাধর বিজ্ঞানী অপহৃত হয়েছেন, আর মর্ত্যসেনকে একটা বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হল : সান্তা ফে জেলখানায় মুক্তিপন পৌঁছে দেওয়ার। কিন্তু অপহরণকারীরাও সময়-ভ্রমণকারী, তাই যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অতটা সোজা নয়। মর্ত্যসেন সান্তা ফে -তে পা দেওয়ার আগেই তাকে একজন রহস্যময় মহিলা নেশাদ্রব্য খাইয়ে দিল। যখন তার ঘুম ভাঙ্গল, নিজেকে আবিষ্কার করল একটা মালবাহী বিমানের বাক্সের মধ্যে, যে বিমানটা আর কয়েক মুহুর্তের মধ্যেই ভেঙ্গে পড়বে তানজানিয়ার জঙ্গলে। মর্ত্যসেন কি পারবে নিজেকে বাঁচিয়ে নিয়ে সুত্র ধরে সেই বিজ্ঞানীকে খুঁজে বের করে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে?
2nd August, 2023 7:59 PM
Comments
No Comments!